ডোমেইন (Domain) :
ডোমেইন বলতে সাধারণত কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। অর্থাৎ ডোমেইনকে বলা হয় ওয়েবসাইটের অনলাইন এড্রেস
হোস্টিং (Hosting) :
ওয়েবসাইটে ফাইল জমা রাখার জন্য যে স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হয় তাকে ওয়েব হোস্টিং বলে।অর্থাৎ একটি ওয়েবসাইটের যে জায়গায় কোনো তথ্য বা ডাটা রাখা হয় তাকেই হোস্টিং বলে।
ওয়ার্ডপ্রেস (wordpress) :
ওয়ার্ডপ্রেস হচ্ছে Content Management System (CSM). ওয়ার্ডপ্রেসকে আবার open Source সফটওয়্যার বলা হয়। ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় CSM সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার PSP, html ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়।
ক্লাসে আলোচিত বিষয় :
- ওয়ার্ডপ্রেস (wordpress) কি
- ডোমেইন (Domain) কি
- ডোমেইন এর প্রকারভেদ
- সাব ডোমেইন কাকে বলে
- মাদার ডোমেইন কাকে বলে
- হোস্টিং কি
- হোস্টিং এর প্রকারভেদ
- ওয়েব হোস্টিং এর প্রকারভেদ
- রিসেল কি
- ভিপিএল কি
- ডেডিকেটেড কি
- শেয়ারড কি
- এসএসএল সার্টিফিকেট
- থিম কি
- সি প্যানেলের এক্সেস কি
No comments:
Post a Comment